২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম বিধান চন্দ্র মন্ডল এক বছর আগে ও পেশায় ছিলেন একজন মৎস্যজীবী। সরকারি খাল ও বদ্ধ নদী ইজারা নিয়ে করতেন মাছ চাষ। এভাবেই মাছ চাষ করে কোন রকমে চলতো সংসার চললেও ভাগ্যের তেমন কোন পরিবর্তন হয়নি। পূর্বের মতো উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের ১৫ একর আয়তনের ডিহিবুড়া সরকারি খালটি ৩ বছর মেয়াদি ইজারা নেয় বিধান। ইজারার প্রথম বছর স্থানীয় সমস্যার কারণে ফেলে রাখে খালটি। চলতি বছর ১৫ একর খালের ১৩ একর জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়। দুই একর নিজের অনুকূলে রেখে মাছ চাষ করার সিদ্ধান্ত নেয় এবং মাছ চাষের পাশাপাশি কৃষি ফসল উৎপাদন করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী খালের দুই পাড়ে পতিত পড়ে থাকা প্রায় ১০০ বিঘা জমিতে...