প্রতিদিন বিকেল হলেই লেকপাড়ে দেখা মেলে ক্যামেরা হাতে এক যুবকের। লেকপাড়ে ঘুরতে আসা মানুষজনের ছবি তুলে টাকা আয় করেন তিনি। সেই টাকা চলে তার সংসারের খরচ ও ছোট ভাইয়ের পড়াশোনা। মাদারীপুর সদর উপজেলার সাধুর ব্রীজ এলাকার রকিবুল ইসলামের ছেলে ২৫ বছরের সেজান চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সেজান বড়। ছোটভাই পড়াশোনা করেন। একসময় শখের বশেই ছবি তুলতেন তিনি। সেই শখকেই পেশা হিসেবে নেন। প্রায় এক বছর ঢাকাতে কাজ করেছেন। এরপর গত তিন মাস ধরে মাদারীপুরের নিজ বাড়িতে চলে আসেন। আসার পর শহরের শকুনি লেকপাড়ে ঘুরতে আসা মানুষজনের ছবি তুলে আয় শুরু করেন। প্রতিদিন বিকেল হলেই সেজান একটি ক্যামেরা নিয়ে লেকপাড়ে আসেন। লেকপাড়ে ঘুরতে আসা বিভিন্ন মানুষের ছবি তোলেন। প্রতিদিন তিনি গড়ে এক হাজার টাকার মতো আয় করেন। তবে প্রতি শুক্র ও...