লিগ কাপে মঙ্গলবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছিল লিভারপুল, চেলসি। দ্বিতীয় ডিভিশনের দল সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে সহজেই জয় পেয়েছে লিভারপুল। ২-১ গোলে সাউদাম্পটনকে হারিয়েছে তারা। অন্য ম্যাচে লিঙ্কন এফসির বিপক্ষে একই ব্যবধানে জিতেছে চেলসি। চ্যাম্পিয়নশিপের টিম সাউদাম্পটনের বিপক্ষে মূলত রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে চেয়েছিলে লিভারপুল কোচ আর্নে স্লট। এন্দো, কিয়েসা, এনগুমোহাদের সুযোগ দেন প্রথম একাদশে। তবে শুরু থেকে খেলেন তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। লিভারপুলের জার্সিতে নিজের প্রথম গোলটি করে ফেললেন তিনি। ৪৩ মিনিটে বিপক্ষ গোলকিপারের ভুলে বল পেয়ে যান কিয়েসা। বক্সে তার মাইনাস থেকে গোল করে লিভারপুলকে লিড এনে দেন ইসাক। দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। তবে ৭৬ মিনিটে কর্নার থেকে বল পেয়ে সাউদাম্পটনকে সমতায় ফেরান শেয়া চার্লস। ৮৬ মিনিটে মাঝমাঠ থেকে লংবল বাড়ান রবার্টসন। কিয়েসা সেই বল ধরে পাস...