ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সহায়তা পেলে রাশিয়ার দখল করা সব ভূখণ্ড ফিরে পেতে পারে ইউক্রেন। এই মন্তব্যকে ট্রাম্পের ইউক্রেন নীতিতে এক 'নাটকীয় পরিবর্তন' হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “সময়, ধৈর্য এবং বিশেষ করে ন্যাটোর অর্থনৈতিক সহায়তা থাকলে যুদ্ধ শুরুর আগের সীমান্ত পুনরুদ্ধার সম্ভব।”উল্লেখযোগ্যভাবে, অতীতে ট্রাম্প একাধিকবার বলেছিলেন, যুদ্ধ থামাতে হলে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে। তার সে অবস্থানের বিরোধিতা করে আসছেন জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা।পোস্টে ট্রাম্প রাশিয়ার যুদ্ধ পরিচালনার সমালোচনা করে বলেন, “রাশিয়া যদি সত্যিকারের সামরিক শক্তি হতো, তাহলে এক সপ্তাহের মধ্যে যুদ্ধ জিততে পারত। তাদের এই যুদ্ধ দিকহীন।”তিনি...