যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেলকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, এই হামলা যুক্তরাষ্ট্র বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেলের ইঙ্গিতে হয়েছে। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান যখন পূর্ব ঘোষিত জাতিসংঘের অধিবেশনে যোগদান করবেন জেনেও যুক্তরাষ্ট্র অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের নিরাপত্তায় কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। এতেই প্রমাণ হয় আওয়ামী দোসররা দেশ বিদেশে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তিনি আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর যুক্তরাষ্ট্র জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, আমার নেতা জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তত গুরুত্বপূর্ণ সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের...