বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি গান করে জয় করে নিয়েছেন কোটি শ্রোতার হৃদয়। বাংলা চলচ্চিত্রের গানে তার অবদান তুলনাহীন। সম্প্রতি অসুস্থতা কাটিয়ে আবারো গানে ফিরেছেন তিনি। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ‘অতীত গল্পগুলি’ শিরোনামের নতুন গানে। লিখেছেন এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার, সুর ও সংগীত পরিচালনা করেছেন সম্রাট আহমেদ। গানটির রেকর্ডিং শেষে সাবিনা ইয়াসমিন কথা বলেন সংগীত ও শিল্পীদের বর্তমান অবস্থা নিয়ে। সেই আড্ডায় উঠে আসে জীবনের অভিজ্ঞতা, আক্ষেপ ও প্রত্যাশার কথা। তিনি দেশে শিল্পীদের কদর নেই দাবি করে বলেন, ‘আমাদের দেশে শিল্পীদের কখনোই তেমন কদর ছিল না, এখনো নাই। রাষ্ট্রের কর্ণধাররা গান-বাজনাকে মূল্য দেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখেছেন? তিনি প্রকাশ্যে লতা মঙ্গেশকরের পা ছুঁয়ে প্রণাম করেছেন। ওরা গানকে ভালোবাসে, শিল্পীদের মর্যাদা...