রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে ‘শিক্ষক লাঞ্ছনার’ অভিযোগে চতুর্থ দিনের মতো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডাকে চলছে কমপ্লিট শাটডাউন। এর ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী হল ও মেস ছেড়ে বাড়ি চলে গেছে, ফলে পুরো ক্যাম্পাস এখন ফাঁকা। এর আগেও শাটডাউনের কারণে শিক্ষার্থীরা আগেভাগেই ক্যাম্পাস ছেড়েছেন। একাধিক দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এদিকে শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। তারা জানিয়েছেন, দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, শাটডাউনের কারণে জরুরি পরিষেবা ছাড়া সব প্রশাসনিক কার্যক্রম...