এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার ‘সাহস’ নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্ন তোলেন তিনি।বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টের স্ট্যাটাসে তিনি লেখেন, তাসনিম জারা, আজ যাকে ঘিরে করতালি, আলোচনার ঝড়। তার নিঃস্বার্থ উচ্চারণের জন্য প্রশংসা হচ্ছে, তিনি সাহসী, এ কথা শুনে মানুষের মুখ ভরে যাচ্ছে। আমিও বলি, হ্যাঁ, আপনি সাহসী। তবে সেই সাহস কি নিছক ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানো পর্যন্ত সীমাবদ্ধ?পোস্টে তিনি লেখেন, কারণ আমি জানি আপনার আরেকটা চেহারা। একদিন নাগরিক কোয়ালিশনের প্রোগ্রামে, ডেইলি স্টারের অফিসে আমি ভীষণ অসহায় অবস্থায় তুষারের ভয়ংকর ঘটনার কথা খুলে বলেছিলাম। কান্নাভেজা কণ্ঠে আপনার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে আপনি অন্তত আমার পাশে দাঁড়ান। কিন্তু কী করলেন আপনি? ঠান্ডা নীরবতা। ফাঁপা প্রতিশ্রুতি। চোখ ফেরানো।...