বলিউডে আবারও বাড়ছে উত্তেজনা। ‘দাবাং’-খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ যেন নাছোড়বান্দা হয়ে উঠেছেন সালমান খানের বিরুদ্ধে। কয়েকদিন আগেই সালমান ও তার পরিবারকে নিয়ে করা বিস্ফোরক মন্তব্যে নড়েচড়ে বসেছিল গোটা ইন্ডাস্ট্রি। আর এবারও নতুন অভিযোগ সামনে আনলেন তিনি।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, নির্মাতা অভিনব কাশ্যপ অভিযোগ তুলে বলেন, সালমান খানের বাবা সেলিম খানকে বলিউডের সেরা চিত্রনাট্যকার বলা যায় না। তার মতে, সেলিম খান প্রভাব খাটিয়ে বলিউডে জায়গা পেয়েছেন। এরপরই তিনি সালমান খানকে কড়া ভাষায় সমালোচনা করেন।অভিনবের ভাষায়, ‘সালমান খানও বাবার মতো প্রভাব খাটিয়ে টিকে আছেন। তাকে সুপারস্টার বলা যাবে না। সালমান নোংরা বাবার নোংরা ছেলে; ফুটপাতে বড় হয়েছেন। তাই তো এই ধরনের রুচি।’পরিচালক আরও বলেন, সাইয়ারা সিনেমায় নবাগত অভিনেতা আহান পান্ডের অভিনয় দেখে হিংসা করেন সালমান।জানা যায়, অভিনব কাশ্যপের এই ক্ষোভের পেছনে রয়েছে...