সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় চমক উপহার দেওয়ার বিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ভারতকে হারিয়ে ফাইনালের পথটা সহজ করা। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টি-টোয়েন্টি সংস্করণে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশের জন্য লড়াই করাটা বেশ কঠিন হবে, তবে অসম্ভব কিছু নয়। ভারতের বিপক্ষে জয়ের জন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই পারফর্ম করতে হবে বাংলাদেশকে। জয়ের ধারা ধরে রাখতে সর্বশেষ ম্যাচের একাদশে হয়তো একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে টাইগাররা। টপ অর্ডার বা মিডল অর্ডারে সম্ভবত বাংলাদেশ আজ কোনো পরিবর্তন আনবে না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দ্রুত প্রথম উইকেট হারানোর পরও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেটের জুটিতে ধারাবাহিকভাবে...