মেজর লিগ সকারে তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষ ইন্টার মিয়ামির উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজের। লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুতু ছুঁড়ে আসর থেকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সঙ্গে ছিল এমএলএসের তিন ম্যাচের নিষেধাজ্ঞা। গত দুসপ্তাহে লিগে তিন ম্যাচ খেলে ফেলেছে মেসিদের দল। তিন ম্যাচই জয়ে ফিরেছে। বৃহস্পতিবার ভোরে নিউইয়র্ক এফসির বিপক্ষে নামবে মিয়ামি। নিষেধাজ্ঞা কাটিয়ে ম্যাচে দেখা যেতে পারে সুয়ারেজকে। মিয়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘ভাবুন, সুয়ারেজ কতটা উৎফুল্ল নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফুটবল মাঠে আসবেন। যদিও তিনি দলের সঙ্গে অনুশীলনে ছিলেন...