মোস্তাফিজুর রহমান চলতি এশিয়া কাপে বাংলাদেশের বড় এক ভরসার নাম হয়ে দাঁড়িয়েছেন। টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়ে বনে গেছেন বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখার প্রধান কুশীলব। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি। এবার তার কাঁধে বড় দায়িত্ব, এবার তার দলের প্রতিপক্ষ যে ভারত! তার সামনে আজও আছে এক বিশাল রেকর্ড। তবে তার চেয়ে মোস্তাফিজের সামনে দায়িত্বটার বিশালতাই বেশি। হংকং ম্যাচে কিপটে বোলিং করলেও উইকেট পাননি মোস্তাফিজ। তবে তিনি উইকেটের খাতায় নাম লিখিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের সে ম্যাচে অবশ্য হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে মোস্তাফিজের রুদ্ররূপের দেখা মিলেছে পরের দুই ম্যাচে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনি রান দিয়েছেন দুই অঙ্কের ঘরে। এরপর তিনি তুলে নিয়েছেন তিনটি করে উইকেটও। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট তুলে...