মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তাদের আর্টেমিস মিশনের প্রথম মানববাহী মহাকাশযান ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই চাঁদ ঘুরে ফিরে আসতে পারে, যা পূর্ব পরিকল্পনার চেয়ে কয়েক মাস আগেই হতে চলেছে। যুক্তরাষ্ট্রের এই বহুল আলোচিত আর্টেমিস প্রোগ্রাম হলো চাঁদে মানুষ পাঠানোর লক্ষে গৃহীত একটি বহু বিলিয়ন ডলারের প্রকল্প, যা চীনের ২০৩০ সালের চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। নাসার এই কর্মসূচির প্রথম মিশন আর্টেমিস-১ ছিল একটি অমানববাহী যাত্রা, যা ২০২২ সালের নভেম্বরে চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসে। নাসার ভাষ্যমতে, আর্টেমিস-২ হবে প্রায় ১০ দিনের একটি মানববাহী মিশন, যার লক্ষ্য হলো চাঁদে বৈজ্ঞানিক অনুসন্ধান, অর্থনৈতিক সম্ভাবনা অন্বেষণ এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর ভিত্তি তৈরি করা। এই মিশনে নভোচারীরা চাঁদের মাটিতে নামবেন না, তবে ১৯৭২ সালের পর এই প্রথমবার মানুষ নিম্ন...