বাউফল (পটুয়াথালী) প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪:২১ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। পটুয়াখালী:পটুয়াখালীর বাউফলে ইয়ুথ ল্যান্ড রাইটস গ্রুপ উদ্যোগে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকায় স্পিড ট্রাস্ট ফিল্ড অফিস বিলবিলাস আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ লীডার ইমরান হোসেন সভাপতিত্বে মুল আলোচক ছিলেন, ফিল্ড ফেসিলিটেটর সাইফুল ইসলাম। শিক্ষক প্রতিনিধি মাওলানা ছিদ্দিকুর রহমান। স্পিড ট্রাস্ট কর্মী সালমা বেগম। জন সমবায় দলনেতা নুপুর বেগম। সভায় জন সমবায় দলীয় কার্যক্রম, ভূমিসত্ব ইস্যু এবং ইয়ুথ দলনেতার গুণাবলি প্রভৃতি বিষয় আলোচনা করা হয়। স্পিড ট্রাস্ট ফিল্ড ফেসিলিটেটর সাইফুল ইসলাম বলেন, স্পিড ট্রাস্ট ভূমি ও কৃষি চর্চা ইস্যু নিয়ে কাজ করেছে।উপজেলার চন্দ্রদ্বীপ ৯টি জন সমবায় গ্রæপ ও বাউফল ইউনিয়নের বিলবিলাস ৩টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রপে ২০ জন করে মোট ২৪০ জন...