২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বর্তমান বিশ্বে সংস্থাটি উদাসীনতার ভারে ভেঙে পড়ছে। শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ দায়মুক্তি, বৈষম্য এবং উদাসীনতার কারণে দুর্বল হয়ে পড়েছে। তিনি সতর্ক করেছেন, সংস্থার প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি ও কঠিন পরীক্ষার মুখে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উদ্বোধনের সময় এই মন্তব্য করেন গুতেরেস। তার বক্তব্যে তিনি মূলত সংস্থার উদাসীনতা, গাজার মানবিক পরিস্থিতি, এবং নিরাপত্তা পরিষদের দায়িত্বশীলতার অভাবের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন। মহাসচিব গুতেরেস গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, গাজা তৃতীয় বছর ধরে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এই বিপর্যয় এমন সব সিদ্ধান্তের ফলাফল, যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার...