ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সেয়েদ আলি খামেনি মঙ্গলবার ইরানের জনগণের উদ্দেশে ভাষণ দিয়ে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার সম্ভাব্যতাকে সম্পূর্ণ অর্থহীন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে সমাধান স্বীকার করা শুধুই আরও চাপ ও অনন্ত দাবির পথ উন্মুক্ত করে।খামেনি বলেন, “যে জাতি সম্মানের অধিকারী, সে হুমকির অধীনে আলোচনায় বসবে না, এবং কোনো বুদ্ধিমান নীতি নির্ধারক এমন পদক্ষেপ সমর্থন করবে না।” তিনি বলেন, এই মন্তব্যগুলো জাতির প্রতি অবজ্ঞা এবং ইসলামী ইরানের মূলনীতি ও নীতির অজ্ঞানতাকে প্রকাশ করে।ভাষণের প্রথম অংশে তিনি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহারের ক্ষেত্রগুলো তুলে ধরেন—যাতে কৃষি, শিল্প, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, পুষ্টি এবং গবেষণা ও শিক্ষা অন্তর্ভুক্ত। তিনি বলেন, “আমরা যখন এই প্রযুক্তি অর্জন করি নি এবং অন্যরা আমাদের চাহিদা মেটাতে চাইনি, তখনও কয়েকজন...