জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক জোরালো ভাষণে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রক্তপাত বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের। এরদোয়ান বলেন, “আমাদের সবার চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে ইসরায়েল প্রতি ঘণ্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো শুধু সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন, একজন নিরীহ মানুষ।” তিনি গাজার মানবিক বিপর্যয়কে আধুনিক ইতিহাসে অভূতপূর্ব বলে উল্লেখ করেন। শিশুদের অচেতন না করেই অঙ্গচ্ছেদ করার ঘটনাকে তিনি মানবতার চরম অবনতি বলে বর্ণনা করেন। এরদোয়ান স্পষ্টভাবে বলেন, “গাজায় কোনো যুদ্ধ নেই, এখানে দুই পক্ষও নেই। এটি একটি দখলদারিত্ব, গণহত্যা ও ব্যাপক হত্যাযজ্ঞের নীতি।” তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিন রাষ্ট্রকে...