যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের তাসনিম জারার উপড় হামলা হয়েছে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এ নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তাসনিম জারা.... তার পোষ্ট হুবহু তুলে ধরা হলো। ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া। ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন— - একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন। - একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন। - রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।...