ঢাকা: জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বলেন, যদি ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তিনি গাজায় যুদ্ধ বন্ধ করতেই হবে। খবর রয়টার্স।বিএফএম টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, “ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র এক ব্যক্তিরই হাতে — তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্রান্স এমন কোনো অস্ত্র বা সামগ্রী সরবরাহ করে না যা গাজায় যুদ্ধ চালাতে সাহায্য করবে; কিন্তু যুক্তরাষ্ট্র তা করে।”এর আগে রিপাবলিকেশনের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার উদ্যোগ প্রত্যাখ্যান করছে—কারণ এটি হামাসকে পুরস্কৃত করার সমান হবে। একই সাথে তিনি জোর দিয়ে বলেছিলেন, “আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় ফিরতে হবে।”ম্যাক্রোঁ ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন,...