আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদকসহ ৯টি নতুন পদ সংযোজন এবং অর্থ সম্পাদক পদ বিলোপ করে নীতিমালা সংশোধনের প্রস্তাব দিয়েছে তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন ও রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিনের কাছে দেওয়া লিখিত আবেদনে এসব দাবি জানায় শাখা ছাত্রদল। প্রস্তাবিত নতুন পদগুলো হলো—স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক, সংস্কৃতিবিষয়ক সম্পাদক, দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, পরিবেশবিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক। অর্থ সম্পাদক পদ বাতিলের যুক্তি হিসেবে ছাত্রদল নেতারা বলেন, কোষাধ্যক্ষ থাকা অবস্থায় আলাদা অর্থ সম্পাদক রাখার প্রয়োজন নেই। এটি পুনরাবৃত্তিমূলক...