এশিয়া কাপের সম্ভাবনা এখন ঝুলছ সুতোয়। অঙ্কের হিসাব যেটুকু টিকে আছে, সেটিকে বিবেচনায় নিচ্ছেন না চারিথ আসালাঙ্কা। তিনি এখন তাকিয়ে বিশ্বকাপের দিকে। দলীয় ভারসাম্যের যে অবস্থা, তাতে দুর্ভাবনার কারণ দেখছেন লঙ্কান দলপতি। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতেই জয়ী শ্রীলঙ্কা সুপার ফোর পর্বে হেরেছে প্রথম দুই ম্যাচেই। বাংলাদেশের কাছে হারার পর মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষেও হেরে বিদায় একরকম নিশ্চিত হয়ে গেছে তাদের। এই দুই ম্যাচেই প্রকট হয়ে ফুটে উঠেছে তাদের দলীয় ভারসাম্যের সমস্যা। বাংলাদেশের বিপক্ষে তাদের একাদশে বিশেষজ্ঞ বোলার ছিলেন কার্যত তিনজন। চতুর্থ ও পঞ্চম বোলারের কাজ চালিয়েছেন সেদিন দুনিথ ওয়েলালাগে, দাসনি শানাকা ও কামিন্দু মেন্ডিস। সেটির খেসারত দিতে হয়েছে দলকে। পাকিস্তানের বিপক্ষে তাই বাধ্য হয়ে কৌশলে পরিবর্তন আনে লঙ্কানরা। ব্যাটসম্যান কামিল মিশারার বদলে নেওয়া হয় পেস বোলিং অলরাউন্ডার চামিকা কারুনারাত্নেকে। এতে...