অমৃতা জানান, জীবনের সেই কঠিন সময়ে তার সঙ্গে পরিচয় হয় রেডিও জকি আনমোলের। দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর ২০১৬ সালের ১৫ মে তারা বিয়ে করেন। এরপর ২০২০ সালের ১ নভেম্বর জন্ম নেয় তাদের ছেলে বীর।অনেকটা সময় মূলধারার সিনেমা থেকে বিরত থাকার পর অমৃতা সম্প্রতি ফিরেছেন ‘জলি এলএলবি ৩’-এর মাধ্যমে। ছবিতে তিনি আবারও অভিনয় করছেন ‘সন্ধ্যা’ চরিত্রে, যিনি প্রথম কিস্তিতে অরশাদ ওয়ারসির চরিত্রের স্ত্রী ছিলেন। সিনেমাটি মুক্তির পর দর্শকের ভালো সাড়া পাচ্ছে। অমৃতাকে আবারও পর্দায় দেখে উচ্ছ্বসিত তার ভক্তরাও। অনেকটা সময় মূলধারার সিনেমা থেকে বিরত থাকার...