ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার টানানোকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। শুধু কানপুরেই নয়, উত্তর প্রদেশসহ দেশটির বিভিন্ন রাজ্যে এ ঘটনায় মুসলমানদের বিরুদ্ধে একের পর এক মামলা, গ্রেপ্তার এবং বিক্ষোভের খবর মিলছে। স্থানীয় প্রশাসনের অনুমোদিত জায়গা পরিবর্তন করে নতুন স্থানে প্যান্ডেল তৈরি ও ব্যানার টানানোর অভিযোগে কানপুরের রাওয়াতপুর এলাকায় একটি এফআইআর দায়ের করা হয়। খবর বিবিসি বাংলার। কানপুর পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) দীনেশ ত্রিপাঠি এক বিবৃতিতে জানান, চিরাচরিত শোভাযাত্রার জন্য নির্ধারিত স্থান বাদ দিয়ে অন্য জায়গায় প্যান্ডেল তৈরি করে আই লাভ মুহাম্মদ ব্যানার টাঙানো হয়। এতে এক পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের সমঝোতায় শেষ পর্যন্ত নির্ধারিত স্থানেই ব্যানার টাঙানো হয়। তিনি দাবি করেন, মামলাটি আই লাভ মুহাম্মদ লেখার জন্য নয়; বরং...