শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের চিঠির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ। বুধবার সকালে তিনি বলেন, চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। এর প্রেক্ষিতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও একই সময়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, “দুর্গাপূজার ছুটি থাকলেও কাস্টমস দপ্তর সচল থাকবে। তবে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ৮ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।” এছাড়া বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের এসআই আশরাফুল ইসলাম...