একজন অন্তর্মুখী, অন্যজন প্রাণচঞ্চল—এমনটা খুব স্বাভাবিক। কিন্তু একে অপরকে সম্মান না করলে বা বদলাতে চাপ দিলে সেখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব। ভিন্নতা থাকলেও পারস্পরিক সম্মান থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।১০. পুরোনো ঝগড়ার রেশআগের ঝগড়াগুলোর সমাধান না হলে ক্ষোভ জমতে থাকে। সময়মতো মিটিয়ে না নেওয়া হলে ছোট ব্যাপারেও বড় ঝামেলা হয়ে যেতে পারে। তাই ঝগড়া হলে সেটা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলা উচিত।আরও পড়ুন :অতিরিক্ত চিন্তা করছেন? জেনে নিন মুক্তির সহজ ৪ উপায়আরও পড়ুন :সম্পর্ক মধুর রাখতে বিশেষজ্ঞদের ৭ পরামর্শস্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু কেন ঝগড়া হচ্ছে, সেটা বুঝে ফেলা সবচেয়ে জরুরি। বুঝে নিতে পারলে সমাধানও পাওয়া সম্ভব। সম্পর্ক মানেই শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও একসঙ্গে থাকার অঙ্গীকার। আগের ঝগড়াগুলোর সমাধান না হলে ক্ষোভ জমতে থাকে। সময়মতো মিটিয়ে না নেওয়া...