২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম লিটনের চোট, বিরতির সুফল, আর আত্মবিশ্বাস, দুবাইয়ে টান টান উত্তেজনার ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারত-বাংলাদেশ মহারণ। বিগ ম্যাচ সামনে রেখে বড় প্রশ্ন, সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়তে থাকা বাংলাদেশ কি হারাতে পারবে এবারের আসরের এখন পর্যন্ত অপারাজিত দল অপ্রতিরোধ্য ভারতকে? দুবাইয়ের মাঠে এই উত্তরের খোঁজে আজ রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামছে লিটন দাসের দল। তবে এই ম্যাচ ঘিরে রয়েছে কিছুটা দুশ্চিন্তাও। ম্যাচের ঠিক আগের দিনই অনুশীলনে চোট পান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পাঁজরের পাশের পেশিতে টান লাগায় অনুশীলন মাঝপথেই বন্ধ করে শুয়ে পড়েন তিনি। ফিজিও বায়েজীদুল ইসলাম ও চিকিৎসক দেবাশীষ চৌধুরী দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন। যদিও, টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, গুরুতর কিছু...