২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম কিশোরগঞ্জের হোসেনপুরে দূর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংগ্রাম পত্রিকার হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ সামসুল হকের দোকানে চিহ্নিত সন্ত্রাসীরা উপজেলার হাজিপুর বাজারে ফিল্মী স্টাইলে হামলা করে তার বিকাশ লেনদেনের দোকানে ল্যাপটপসহ মালামাল ভাঙচুর করে নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে সামছুল হক জানান।এ ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন। সে আরও জানিয়েছেন,উপজেলার জিনারী ইউনিয়নের টিসিবির ডিলার আবু হানিফা ও তার বাবা বিসিআইসির সার ডিলার আব্দুল মালেকের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে ইতিপূর্বে সংবাদ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২২ সেপ্টেম্বর)রাতে ওই চক্রের লোকজন সাংবাদিক সামসুল হকের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার উপর...