নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় কেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ভিভিআইপি সুবিধা দেওয়া হয়নি, তার ব্যাখ্যাও জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতিতে বলা হয়, “ঘটনাটি শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা সহিংস রাজনৈতিক সংস্কৃতির নির্মম স্মারক। এই উত্তরাধিকার ভেঙে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।” জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা। তিনি বিশেষ নিরাপত্তায় অন্য একটি গেইট দিয়ে বের হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির আখতার হোসেন, ডা. তাসনিম জারা, জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরসহ নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের মুখে...