ঢাকা: দক্ষিণ সুইডেনের হাল্টসফ্রেড শহরের একটি মসজিদ সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে অগ্নিসংযোগের শিকার হয়ে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসন আগুন লাগার ঘটনায় সন্দেহজনক মনোভাব পোষণ করছে।আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনটিকে গ্রাস করে। উদ্ধারকারী সংস্থার সদস্য মাইকেল হেসেলগার্ড জানান, “আমরা আগুনের সঠিক কারণ এখনও জানি না, তবে ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” খবর আনাদোলুর।এ ঘটনায় কোনো হতাহতের তথ্য না পাওয়ায় উল্লিখিত হলেও, মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হেসেলগার্ড বলেন, “ভবনটি আর কোনো কাজে ব্যবহার উপযোগী থাকবে না।”আগুন নেভানোর কাজ রাতভর চালিয়ে সকাল পর্যন্ত উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছিল। এরপর পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফোর্স নিশ্চিত করেছেন, এটি সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্তাধীন রয়েছে।নিউজজি/এস আর ঢাকা: দক্ষিণ সুইডেনের হাল্টসফ্রেড শহরের একটি মসজিদ সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে অগ্নিসংযোগের...