বলিউডের সিরিয়াল কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি এবার ফিরছেন নতুন প্রজন্মের নায়িকা দিশা পাটানির সঙ্গে। অভিনেত্রী দিশা পাটানিকে নিয়ে রোমান্সে ডুবে আছেন তিনি। এ মুহূর্তে এ তারকা জুটি ব্যাংককে রোমান্স মুডে কাজ করছেন। বর্তমানে তারা ‘আওয়ারাপন' সিনেমার সিক্যুয়াল 'আওয়ারাপন ২’-এ র শুটিং নিয়ে ব্যস্ত আছেন। থাইল্যান্ডের ব্যাংককে চলছে এ সিনেমার দৃশ্যধারণ। এমন খবরই জানা গেছে প্রযোজনা সূত্রে। পুরো শুটিং চলবে মাসব্যাপী। সিনেমার প্রায় অর্ধেক দৃশ্যায়ন ব্যাংককে শেষ করা হবে বলে জানান নির্মাতা বিশেশ ভাট ও নিতিন কাকা। জানা গেছে, ‘আওয়ারাপন ২’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। তাদের নিয়েই ব্যাংকে পুরো টিম থাকবে এক মাস। এ সিনেমার পুরো কাহিনিও ব্যাংকককে ঘিরে আবর্তিত হয়েছে। তাই বাস্তব লোকেশনেই হবে সিনেমার শুটিং। অভিনেতা ইমরান হাশমি এ সিনেমায় আবারও শিবম চরিত্রে অভিনয়...