২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম গত বছরের গ্রীষ্মকালে ইউরোপে তাপপ্রবাহের কারণে ৬২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। স্পেনভিত্তিক গবেষকদের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ইউরোপের জন্য মারাত্মক সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে। গবেষণা অনুযায়ী, ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে। এই তাপপ্রবাহে বিশেষ করে প্রবীণ ও ঝুঁকিপূর্ণ মানুষদের মৃত্যু ঘটেছে। গবেষকরা বলেন, জরুরি সতর্কবার্তা ব্যবস্থা থাকলে তাপপ্রবাহের আগে ঝুঁকিপূর্ণ মানুষদের সচেতন করা সম্ভব, যা প্রাণ রক্ষা করতে সাহায্য করবে। বার্সেলোনাভিত্তিক ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের (আইএস গ্লোবাল) গবেষকরা ইউরোপের ৩২টি দেশের ৫৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে ইউরোপ একটি ব্যতিক্রমী প্রাণঘাতী গ্রীষ্ম পার করেছে। গত তিন গ্রীষ্মে গরমে মোট...