যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এবং চীনের সমালোচনা করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন যে, ভারত “প্রধানত” ইউক্রেনের পাশে আছে।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমি মনে করি ভারত মূলত আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, এনার্জি ইস্যুতে কিছু প্রশ্ন আছে, তবে আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প এটি পরিচালনা করতে সক্ষম হবেন।” তিনি আরও উল্লেখ করেন যে, ভারতের রাশিয়ার সঙ্গে এনার্জি চুক্তিতে কিছু সমস্যা রয়েছে, তবে আশা প্রকাশ করেছেন ভারত রাশিয়ার এনার্জি খাতে তাদের অবস্থান পরিবর্তন করবে।জেলেনস্কি আরও বলেন, “আমাদের সবকিছু করতে হবে যেন ভারত আমাদের থেকে বিচ্ছিন্ন না হয় এবং তারা অবশ্যই রাশিয়ার এনার্জি খাতে তাদের মনোভাব পরিবর্তন করবে। আমি নিশ্চিত।” তবে তিনি উল্লেখ করেন যে চীনের ক্ষেত্রে একইরকম আশা করা যায় না। তিনি বলেন, “চীনের সঙ্গে এটি...