যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। সেখানে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে পুনরাগমনের পর এটি ছিল জাতিসংঘে তার প্রথম ভাষণ। স্বাগতিক দেশের প্রেসিডেন্ট হিসেবে এদিন দীর্ঘ এক ভাষণ দেন ট্রাম্প, যেখানে জাতিসংঘকে নিয়ে নিষ্ঠুরভাবে উপহাস করেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের উদ্দেশ্যই বা কী? তাদের যা করতে দেখা যায় তা হলো খুব জোরালো ভাষায় একটি চিঠি লেখা। এগুলো ফাঁকা বুলি, আর ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামে না। বিশ্বব্যাপী সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টায় নিজের ভূমিকা তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি সাতটি ক্ষেত্রে সফল হয়েছি। এ সাফল্য আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণ করে এবং...