জাতিসংঘের সদর দপ্তরে এক মজার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি চলন্ত সিঁড়ি দিয়ে উঠছিলেন, তখন সেটি হঠাৎ বন্ধ হয়ে যায়। প্রথমে অনেকেই অবাক হয়েছিলেন, তবে পরে এর কারণ জানা গেছে। আসলে, ট্রাম্পের সঙ্গে থাকা একজন ভিডিওগ্রাফার তার ভিডিও ধারণ করতে গিয়ে পেছনে হাঁটছিলেন। সিঁড়ির একেবারে ওপরের দিকে, তিনি ভুল করে সিঁড়ির একটি নিরাপত্তা ব্যবস্থা চালু করে দেন। এটি এমন একটি ব্যবস্থা, যা কোনো বস্তু বা মানুষ সিঁড়ির ভেতরে আটকে গেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর ট্রাম্প মজা করে বলেন, ‘জাতিসংঘ থেকে আমি দুটো জিনিস পেলাম- একটা খারাপ চলন্ত সিঁড়ি আর একটা খারাপ টেলিস্ক্রিন!’ তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এটাকে অতটা সহজভাবে নেননি। তিনি বলেন, ‘যদি...