বার্সেলোনার ঘরে ফেরার স্বপ্ন আবারও ভেঙে গেল। চলমান সংস্কারের কারণে অস্থায়ী মাঠে খেলতে থাকা কাতালান ক্লাবটি এবারও নিজেদের হোম ভেন্যু ক্যাম্প ন্যুতে ফিরতে পারছে না। শহর প্রশাসনের অনুমতি না মেলায় আগামী রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে মন্টজুইকের এস্তাদিও অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে। বার্সেলোনা কর্তৃপক্ষ আশাবাদী ছিল যে আংশিক সংস্কারকৃত ক্যাম্প ন্যুতে ২৭,০০০ দর্শক ধারণক্ষমতা নিয়ে ফিরতে পারবে তারা। কিন্তু বার্সেলোনা সিটি কাউন্সিল নিরাপত্তা ঘাটতির কারণে মাঠ ব্যবহারের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানায়। কাউন্সিল সূত্র জানায়, মাঠের এক্সিট পথ, সিঁড়ি ও হাতল, সাইনেজ এবং যানবাহনের প্রবেশসহ কিছু কাঠামোগত ত্রুটি এখনও ঠিক হয়নি। এগুলোর বেশিরভাগ ছোট সমস্যা এবং দ্রুত সমাধানযোগ্য হলেও অনুমতি দিতে নারাজ সিটি কাউন্সিল। শহরের উপ-মেয়র লায়া বোনেট বলেন, ‘আমরা প্রথম ধাপের শেষ পর্যায়ে আছি, যেখানে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন...