আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল অর্গানাইজ করছিলেন তিনি। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। “তার বিরুদ্ধে অন্য কোন মামলা বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।” ছাত্রলীদের১৯৯৮-২০০২মেয়াদেরকমিটিতেসাধারণসম্পাদকছিলেনঅজয়করখোকন।পরেতিনিআওয়ামীলীগেররাজনীতিতেসক্রিয়হন। দশমসংসদনির্বাচনেকিশোরগঞ্জ–৫আসনেদলেরমনোনয়নচেয়েওতিনিপাননি।পরেস্বতন্ত্রহয়েনির্বাচনেদাঁড়ালেনির্বাচনকমিশনতারমনোনয়নপত্রবাতিলকরে।...