রাজধানীর ধোলাইরপাড় মোড়ে র্যাব পরিচয়ে দস্যুতার সময় প্রাইভেট কারসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামির নাম, মো. মনির। মঙ্গলবার রাতে র্যাব-১০ ও যাত্রাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে এই দস্যুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণাসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। বুধবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে স্বর্ণ ব্যবসায়ী মো. আল আমিন তাঁতীবাজার এলাকা থেকে সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে ভাড়াকৃত মোটরসাইকেলযোগে শনির আখড়ার উদ্দেশ্যে রওনা দেন। গুলিস্তান-টু-শনির আখড়া ফ্লাইওভারের উপর পৌঁছালে ঢাকা মেট্রো-গ-১৯-৭১৩৯ নম্বরের একটি প্রাইভেট কার তার গতিরোধ করে। প্রাইভেট কারে থাকা চার ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে...