তাইওয়ানে ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন ১২৪ জন। দেশটির পূর্বাঞ্চলের হুয়ালিয়েন কাউন্টিতে একটি ব্যারিয়ার লেক হঠাৎ ভেঙে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তীব্র বৃষ্টিপাত আর ঝড়ো হাওয়ায় লেকটি মঙ্গলবার দুপুরে ফেটে যায়। এর ফলে পাহাড়ি এলাকা থেকে হুংকার তুলে নেমে আসে বিশাল ঢলের পানি। গুয়াংফু টাউনশিপে এক লাফে ঢুকে পড়ে সেই জলরাশির দেয়াল। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, এখনো ১২৪ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে চলছে উদ্ধারকাজ। এ দুর্যোগের কারণ সুপার টাইফুন ‘রাগাসা’। ঘূর্ণিঝড়টির প্রান্তীয় অংশ ইতোমধ্যেই তাইওয়ানকে আঘাত করেছে। প্রবল ঝড়ো হাওয়া আর টানা বৃষ্টিতে বহু গাছ উপড়ে গেছে, বাড়িঘরের ছাদ উড়ে...