নিজস্ব প্রতিবেদক : দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে অনলাইন প্রতারণা। তার সর্বশেষ সংস্করণ— 'কলম প্যাকেজিং জব'। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই মিথ্যা চাকরির বিজ্ঞাপন দেখে প্রতিদিন প্রতারিত হচ্ছেন দেশের হাজারো মানুষ, বিশেষ করে প্রান্তিক এলাকার নারী ও শিক্ষার্থীরা। ফেসবুকে ‘ঘরে বসে ইনকাম’ বা ‘কলম প্যাকেজিং জব’ শিরোনামে পোস্ট দিয়ে প্রলোভন দেখায়—"প্রতিদিন ৫০০–১০০০ টাকা ইনকাম", “মাসে ১৫,০০০ টাকা বেতন”। আবেদন করতে বলা হয় অগ্রিম ফি (৩০০–৫০০০ টাকা পর্যন্ত)।এরপর পর্যায়ক্রমে আরও টাকা দাবি করা হয় ‘মাল পাঠানো’, ‘ফর্ম পূরণ’ বা ‘সদস্যপদ’ ইত্যাদির নামে।কিন্তু বাস্তবে কোনো কাজ নেই, কোনো উপার্জন নেই—শুধু টাকা হাতিয়ে নেয় চক্রটি। আজমিরা খাতুন:প্রথমে ১৫০০ টাকা পাঠান, এরপর আরও টাকা চাইলে ফেরতের দাবি করেন। প্রতিশ্রুতি দিয়েও যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা। শারমিন সুলতানা:ঘরেই বসে কাজ করার আশায় টাকা দেন। প্রতারণার...