নিজস্ব প্রতিবেদক: একটি বড় সরকারি টেন্ডার পাওয়ার খবরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দামে উল্লম্ফন ঘটেছে। ক্রেতাদের ব্যাপক আগ্রহের কারণে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের বিক্রেতা প্রায় উধাও হয়ে গেছে, যার ফলে লেনদেনের শুরুতেই শেয়ারটির দাম বেড়ে হল্টেড হয়ে যায়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) তাদের মোট চাহিদার ৫০ শতাংশ ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং পলিথিন (পিই) ব্যাগ সরাসরি মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে কেনার অনুমোদন দিয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সম্মতিক্রমে এই চুক্তি হয়েছে বলে কার্যাদেশে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিসিআইসি'র মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোঃ সাইফুল আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজকে আনুষ্ঠানিকভাবে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। এর পরপরই এই খবরটি শেয়ার নিউজে প্রকাশিত হয় এবং আজ বুধবার কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের অবহিত করে। চিঠিতে আরও...