এ মৌসুমে এখনো পর্যন্ত পয়েন্ট হারায়নি রেয়াল মাদ্রিদ। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে। তবে জয়গুলো ঠিক আধিপত্য বিস্তার করে নয়। অধিকাংশ ম্যাচেই কিলিয়ান এমবাপ্পের ওপর ভরসা করতে হচ্ছে তাদের। গতকাল লা লিগায় লেভান্তের বিপক্ষেও এমবাপ্পে জোড়া গোল করেছেন। তবু ৪-১ ব্যবধানের দাপট দেখানো জয়ের নায়ক এমবাপ্পে নন। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র বহুদিন পর তাঁর ভয়ংকর রূপে ফিরেছিলেন। তাঁর জাদু আর আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর রেকর্ডে অবশেষে দাপুটে মাদ্রিদের দেখা মিলল। ছয় ম্যাচ শেষে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার লা লিগায় ফেরা রেয়াল ওভিয়েদোর বিপক্ষে খেলবে কাতালানরা। নতুন কোচ শাবি আলোনসোর অধীনে এমবাপ্পেই মাদ্রিদের মূল তারকা। এখন পর্যন্ত শুধু এমবাপ্পেই মাদ্রিদের প্রতিটি ম্যাচের একাদশে...