গতবারের তুলনায় এ বছর মানিকগঞ্জের ৪৩টি বেশি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। জেলার সাত উপজেলায় মোট ৫৫৩টি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে প্রায় ৭০০ পুলিশ সদস্য। প্রতিটি পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া, র্যাবের টহল টিম নিয়মিতভাবে সংবেদনশীল এলাকায় নজরদারি চালাবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, প্রবেশপথে স্থাপন করা হয়েছে অস্থায়ী চেকপোস্ট। জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের টিমও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে মাঠে থাকবে।আরো পড়ুন:ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেপ্তারচট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়কে বিক্ষোভ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেপ্তার সরেজমিন দেখা গেছে, মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। মাটি শুকানোর পর প্রতিমার অঙ্গে দেওয়া হচ্ছে রঙের আঁচড়।...