সিরিয়া ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা কমাতে উভয় পক্ষ একটি উত্তেজনা নিরসন চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক। তিনি বলেছেন, এই চুক্তি হলে ইসরায়েল হামলা বন্ধ করবে এবং সীমান্তের কাছে কোনও ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করবে না সিরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের এ কথা জানান ব্যারাক। তিনি বলেন, আমি মনে করি, সবাই ভালো উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে। সিরিয়া ও ইসরায়েল কয়েক মাস ধরে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনায় করছে। দামেস্ক আশা করছে, এর মাধ্যমে ইসরায়েলি বিমান হামলা বন্ধ হবে এবং দক্ষিণ সিরিয়ায় প্রবেশ করা ইসরায়েলি সেনারা সরে যাবে। তবে ব্যারাক জানিয়েছেন, আলোচনায় এখনও যথেষ্ট অগ্রগতি হয়নি। ইহুদি নববর্ষ রোশ হাসানাহ উপলক্ষে প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের...