যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তাহলে তার গাজা যুদ্ধ বন্ধ করা দরকার বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। ফরাসি গণমাধ্যম বিএফএম টিভি মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে মাক্রোঁর একটি সাক্ষাৎকার সম্প্রচার করেছে, এতে তিনি ওই মন্তব্য করেছেন; জানিয়েছে রয়টার্স। মাক্রোঁ বলেছেন, শুধু ট্রাম্পের ক্ষমতা আছে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার। তিনি বলেন, “এই বিষয়ে কিছু করার মতো একজনই আছেন আর তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি আমাদের চেয়ে বেশি কিছু করতে পারবেন, তার কারণ গাজায় যে যুদ্ধ হচ্ছে তা চলতে দেওয়ার জন্য অস্ত্র আমরা সরবরাহ করছি না। আমরা এমন কোনো সরঞ্জাম সরবরাহ করছি না যা গাজায় যুদ্ধ চালানোর সুযোগ করে দেয়, আমেরিকার যুক্তরাষ্ট্র তা করছে।” মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ট্রাম্প এক...