ঢাকা: যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালায় নতুন পরিবর্তন এনেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নীতিমালার ফলে এখন ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আগের তুলনায় আরও সময়সাপেক্ষ হয়ে পড়েছে। খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের।নতুন নিয়ম অনুযায়ী, ভিসার ইন্টারভিউ ছাড় (ইন্টারভিউ ওয়েভার) সুবিধা পেতে হলে আবেদনকারীকে তার নিজ দেশ—অথবা যেখানে সে স্থায়ীভাবে বসবাস করে—সেখান থেকেই আবেদন করতে হবে। এর ফলে শুধু সময়ই বেশি লাগছে না, আবেদনকারীদের ভোগান্তিও বেড়েছে।আরও উল্লেখযোগ্য পরিবর্তন হলো—২০২৫ সালের ১ অক্টোবর থেকে ড্রপবক্স সুবিধা বা ইন্টারভিউ ছাড় প্রক্রিয়া প্রায় সকল ভ্রমণকারীর জন্য বাতিল হয়ে যাচ্ছে। কেবলমাত্র খুব সীমিত কিছু আবেদনকারীই এই সুবিধা পাবেন।এর আগে গত ২৫ জুলাই প্রকাশিত এক এক আপডেটে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ইন্টারভিউ ছাড়ের সুবিধা বাতিল করা হয়।এতে বলা হয়েছে, অধিকাংশ ভিসা আবেদনকারীকে এখন সরাসরি ইন্টারভিউতে...