ঢাকা: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা হংকং ও তাইওয়ানে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। তীব্র বাতাস ও মুষলধারে বর্ষণের সাথে বুধবার (২৪ সেপ্টেম্বর) টাইফুনের আঘাতে তাইওয়ানে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে।তাইওয়ানের পূর্ব হুয়ালিয়েন কাউন্টিতে একটি ব্যারিয়ার হ্রদ উপচে গিয়ে একটি শহর প্লাবিত হয়েছে। সোমবার থেকে তাইওয়ান রাগাসার প্রান্তীয় অংশের প্রভাবে অবিরাম বৃষ্টির মুখে রয়েছে। খবর রয়টার্সের।হংকংয়ে ঘূর্ণিঝড়ের প্রবল ঢেউ শহরের পূর্ব ও দক্ষিণ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাউথ আইল্যান্ডের ফুলারটন হোটেলের কাঁচের দরজা ভেঙে ঢেউ ভেতরে ঢুকে পুরো ফ্লোর প্লাবিত করেছে।হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের বাতাসের গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) ছুঁয়েছে। শহর থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে রাগাসা, যা আগামী কয়েক ঘণ্টা সুপার টাইফুন হিসেবেই বজায় থাকবে।ঘূর্ণিঝড়টি...