দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসা’র আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ১২৪ জন। বর্তমানে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়টি চীনের দক্ষিণ উপকূল এবং হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে। তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলীয় জেলা হুয়ালিয়েন-এ আছড়ে পড়ে সুপার টাইফুন রাগাসা। হুয়ালিয়েন জেলার প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং এই জেলাতেই ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি বলে নিশ্চিত করেছেন। তিনি জানান,আমাদের ফায়ার সার্ভিসের...