খাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল বাতেন মৃধা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৭টা থেকে ৯টার মধ্যে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভোরে অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এর পর থেকে আমরা আসামি ধরতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনায় অভিযুক্ত শয়ন শীলকে আজ বুধবার সকালে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ আটক করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি দুজনকেও আটকের চেষ্টা চলছে। এদিকে ধর্ষণের প্রতিবাদে ‘‘জুম্ম ছাত্র জনো’’ ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে...