বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি সুপার টাইফুন রাগাসা প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার তাণ্ডব নিয়ে হংকংয়ে আঘাত হেনেছে। এর আগে তাইওয়ানে আঘাত হেনে অন্তত ১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ঝড়। তাইওয়ানের দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের প্রভাবে পূর্বাঞ্চলীয় হোয়ালিয়েন কাউন্টির একটি কৃত্রিম হ্রদ উপচে পড়ে শহরের ওপর দিয়ে বিশাল পানিধারা বয়ে যায়। পাহাড়ি ঢল নামলে হড়কা বানে ১৪ জন নিহত হন, নিখোঁজ রয়েছেন আরও ১২৪ জন। সোমবার থেকে দ্বীপটিতে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। হংকংয়ে টাইফুন রাগাসার প্রভাবে বিপর্যস্ত পরিস্থিতি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের ঘরের বাইরে না যেতে নির্দেশ দিয়েছে। ফলে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। এদিকে সমুদ্রের উত্তাল ঢেউ শহরের পূর্ব ও দক্ষিণাংশের উপকূলে আছড়ে পড়ে ঘরবাড়ি ও সড়ক ডুবিয়ে দেয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড...