ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে জাপানের স্বীকৃতি দেওয়া কেবল সময়ের ব্যাপার বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপির। গাজায় প্রায় দুই বছরের ইসরায়েলি আগ্রাসনের পর এই সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ। বর্তমানে জাতিসংঘের প্রায় ৮০ শতাংশ সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইশিবা বলেন, ইসরায়েলি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন, তাতে আমি তীব্র ক্ষুব্ধ। আমাদের দেশের জন্য প্রশ্নটি হলো, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেব কি না, তা নয়; বরং কখন দেব। ইসরায়েলি সরকারের অব্যাহত একতরফা পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জাপানের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, যদি ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পথ রুদ্ধ...